সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভালুকায় রোল নম্বর পরিবর্তনে পরীক্ষার্থীদের ফল বিপর্যয়  

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় রোল নম্বর পরিবর্তনে পরীক্ষার্থীদের ফল বিপর্যয়  

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উদাসিনতার কারণে রোল নম্বরে গড়মিল হওয়ায় ভালুকার একটি কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীসহ ১৫টি কলেজের অনেক শিক্ষার্থীর ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তায় মধ্যে পড়েছে অভিভাবকরা। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

গত রোববার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর বেশ কিছু শিক্ষার্থী ও তার অভিভাবকরা এই অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় ভালুকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৬ জন শিক্ষার্থী। 

তার মাঝে মানবিক শাখায় অংশ নেন মোছা. কাকন আক্তার। তিনি ৪০৮৭২৪ রোল নম্বরে সকল পরীক্ষা সম্পন্ন করেন। গত রোববার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হলে, কাকন আক্তার তার রোল নাম্বারে সার্চ দিয়ে দেখেন, নিজের নামের পরিবর্তে সুসং দূর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের মাজাহরুল ইসলাম নামের এক শিক্ষার্থীর নাম আসে। একই ঘটনা ঘটেছে ওই কলেজের ইসরাত জাহান জেরিনসহ ৫১ জন শিক্ষার্থীর। 

ভালুকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজ, শহীদ নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজসহ ১৫টি কলেজে এ ঘটনা ঘটেছে। ভালুকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী মোছা. কাকন আক্তার জানান, তিনি ফেল করার কথা নয়। ৪০৮৭২৪ রোল নম্বরে তিনি সকল পরীক্ষা সম্পন্ন করেছেন। কিন্তু রেজাল্টের জন্য কলেজে গেলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সুমন তাকে ৭০৮৭২৪ রোল নম্বর উল্লিখিত প্রবেশপত্র প্রদান করেন। 

অধ্যক্ষ মো. সুমন জানান, এসব বিষয়ে তাদের কিছুই জানা নেই, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে বলতে পারবেন। মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আতাউর রহমান জুয়েল জানান, তার প্রতিষ্ঠানে এ বছর ৮১৫ জন পরীক্ষা দিয়েছে। তার মাঝে ৩০-৩৫ জনের এই সমস্যা হয়েছে। 

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-নিয়ন্ত্রক আবু সায়েম মো. হাসান জানান, টেশনিক্যাল সমস্যার কারণে এমনটি হতে পারে। তবে কি অনিয়ম হয়েছে যাচাই-বাছাই করে দেখা হলে বিষয়টি সম্পর্কে বোর্ড কর্তৃপক্ষ বলতে পারবেন। 

টিএইচ